প্রধানমন্ত্রীর আহবানে রাজবাড়ী জেলা প্যানেল প্রত্যাশী কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী পালন
স্টাফ রিপোর্টার, নিউসান টয়েন্টিফোর ডট কম:
মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক প্যানেল প্রত্যাশী কমিটি ২০১৮ এর পক্ষ থেেক বৃক্ষরোপন র্র্কমসূচী পালন করা হয়ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ “শেখ হাসিনার আহ্বান ৩ টি করে গাছ লাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেল প্রত্যাশী কমিটির উদ্যোগে ৬১ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় গতকাল রাজবাড়ী জেলা প্রাথমিক সহকারী নিয়োগ ২০১৮ প্যানেল প্রত্যাশি কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলার রুপসা মেধা চয়ন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব সরকার।
উক্ত কর্মসূচীতে কমিটির সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সহ-সভাপতি আমজাদ হোসেন, মোঃ শামিমুজ্জামান, হুসাইন কবির, সাধারণ সম্পাদক মোঃ পলাশ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান, সহ সংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক নারগিস আক্তার ও সদস্য জিল্লুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার বলেন, গাছ আমাদের পরম বন্ধু, বিশেষ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশগত ভারসাম্য রক্ষাতে একটি দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।
সাধারণ সম্পাদক মোঃ পলাশ মন্ডল বলনে, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে ৬১ টি জেলার প্যানেল প্রত্যাশী কমিটি কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে। তারই ধারাবাকিতায় আমাদের এই কর্মসূচী চলমান রয়েছে। প্রাথমিকে শিক্ষক সংকট সমাধানে প্যানেলের বিকল্প নেই।