\কালুখালী, (রাজবাড়ী) প্রতিনিধি\
রাজবাড়ীর কালুখালীতে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অপহরণ থেকে উদ্ধার হওয়া কিশোর-কিশোরী।
শনিবার দুপুরে কালুখালী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গত ২০ জুন অপহরণ হওয়া কিশোর উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের আলাউদ্দিন মন্ডলের পুত্র পল্লব মন্ডল (২০) ও একই গ্রামের হুমায়ুন কবির এর কন্যা রাফিয়া আক্তার জিম (১৬)।
উদ্ধার হওয়া কিশোর কিশোরী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নূরে আলম সিদ্দিকী হক তার ভাড়াটিয়া মাস্তানদের দিয়ে আমাদেরকে মৃগী বাজার থেকে আসার পথে একটি সাদা মাইক্রো গাড়ীতে আমাদের চোখ বেধে নিয়ে যায়। ৪/৫ ঘন্টা পরে দেখতে পাই আমাদের নারায়নগঞ্জের একটি বাড়ীতে নিয়ে গিয়েছেন। সেখানে নূরে আলম সিদ্দিকী হক আমাদের জোর পূর্বক একটি কোর্টে নিয়ে গিয়ে বিবাহ দেয়। এবং একটি ভিডিও বার্তা দিতে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। পরে আমি ভয় পেয়ে ভিডিওটিতে তার লিখে দেওয়া কথা গুলো বলি। তার হেফাজতে কয়েকদিন রেখে আমাদেরকে রাজবাড়ী কোর্টে নিয়ে এসে উনি চলে যান। পরে আমাদের বাবা-মা আত্মীয় স্বজন আমাদের উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
তারা আরও বলেন, তিনি কি কারণে আমাদের কে অপহরণ করেছিলো সেটা আমরা জানি না।
এসময় রাফিয়া আক্তার জিম এর পিতা মোঃ হুমায়ুন কবির বলেন, আমার মেয়েকে আমার বুকে ফিরে পেয়েছি এটাই বড় পাওয়া। মেয়েকে ফিরে পেতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পুত্র আশিক মাহমুদ মিতুল সার্বক্ষনিক আমাদের সহযোগীতা করেছেন।
সংবাদ সম্মেলনে পল্লব মন্ডল এর পিতা আলাউদ্দিন মন্ডল বলেন, আমি নূরে আলম সিদ্দিকী হক এর দুই বার উপজেলা পরিষদ নির্বাচনে তার পক্ষে কাজ করেছি। তারপরেও কি উদ্দেশ্যে তিনি এই ন্যাক্যারজনক ঘটনা ঘটিয়েছেন আমাদের জানা নেই। এর পরে তিনি যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকেন আমি সেটা আশা করি।