রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রতি উপজেলায় ১০০ টি করে বনজ, ফলজ ও ঔষুধী গাছ রোপনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বৃক্ষরোপণ শুভ উদ্বোধণ করেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়াদ্দার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজিত কুমার নন্দী, বদিউজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীর আওতায় ১টি মাল্টা, ১টি নিম গাছ ও ১টি আমলকি গাছ রোপণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলা চত্ত¡রে ১০০ টি গাছের চারা রোপণ করা হবে।