অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
ভিকটিম মোঃ সাদ্দাম শেখ(২৪) ইং-০১/০৭/২০২০ তারিখ দুপুর অনুমান ০১:১০ ঘটিকার সময় কবিরাজের নিকট চিকিৎসা গ্রহনের জন্য অত্র থানাধীন সোনাপুর বাসস্টান্ডে পৌছাইলে গ্রেফতারকৃত আসামীগন পরস্পর যোগসাজসে ভিকটিম মোঃ সাদ্দাম শেখ(২৪) কে ভয়ভীতি দেখাইয়া টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরন করে। পরবর্তীতে ভিকটিমের ভাইয়ের নিকট ৭৬,০০০/- টাকা দাবী করিলে ভিকটিমের ভাই কালুখালী থানা আসিয়া বিষয়টি অবগত করে।
থানায় সংবাদ দেওয়ার সাথে সাথে রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) জনাব মোঃ লাবীব আব্দুল্লাহ স্যারের নেতৃত্বে কালুখালী থানা পুলিশ বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ইং-০১/০৭/২০২০ তারিখ দিবাগত রাত অর্থাৎ ইং-০২/০৭/২০২০তারিখ রাত্র অনুমান ০৩:০০ ঘটিকার সময় ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরনকারী ০৭ জনকে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ অদ্য ইং-০২/০৭/২০২০ তারিখ তাহাদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।