অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি ওয়েব সিরিজ ‘আগষ্ট ১৪’ দিয়ে বেশ প্রশংসা কুড়ান। একইসঙ্গে আপত্তিকর কিছু দৃশ্য থাকায় সোশ্যাল মিডিয়ায় অনেকে সমালোচনাও করছেন এ ওয়েব সিরিজ নিয়ে। গেলো কয়েকদিন এটি ছাড়াও ‘বুমেরাং’ ও ‘সদরঘাটের টাইগার’ শিরোনামের দুটি ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য ও সংলাপ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অবশেষে সমালোচনার মুখে এ দুটি সিরিজ অ্যাপ বিঞ্জ থেকে তুলে নেওয়া হয়েছে। আর ‘আগষ্ট ১৪’ সিরিজটির কিছু দৃশ্য পরিবর্তন করা হয়েছে।
এদিকে এ ওয়েব সিরিজ নিয়ে আলোচনা-সমালোচনা প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, আমাদের ওয়েব সিরিজটি এখনো আছে। তবে বেশ কিছু দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। আর ওয়েব সিরিজটি নিয়ে যারা সমালোচনা করছেন তাদের নিয়ে কিছু বলার নেই। এখানে গল্প ও চরিত্রের প্রয়োজনেই বিভিন্ন দৃশ্যে কাজ করা হয়েছে। আর কিছু নয়। ‘আগষ্ট ১৪’ নিয়ে অনেক আলোচনা।
তবে কি আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন এটিকে? উত্তরে তিনি বলেন, অবশ্যই। এটি আমার ক্যারিয়ারের বিশেষ একটি কাজ। এর আগে আর কোনো কাজের জন্য এত প্রশংসা পাইনি। এই ধরনের চরিত্রেও এর আগে কাজ করা হয়নি। অনেক সহকর্মী ও নির্মাতারা আমার অভিনয়ের জন্য প্রশংসা করেছেন। আগামীর পরিকল্পনা কী? উত্তরে তিশা বলেন, আমি এমন চ্যালেঞ্জিং চরিত্রে আরো কাজ করতে চাই। তবে সমালোচনার মুখে পড়তে চাই না। চ্যালেঞ্জিং চরিত্রের মধ্য দিয়েই একজন শিল্পী নিজেকে ভাঙ্গতে পারে। এদিকে এই গ্ল্যামারকন্যা শুটিংয়ে ফিরেছেন বলেও জনান। আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রীতি দত্তের ‘সেভেন ডেইজ আফটার ব্রেকআপ’ শিরোনামের একটি নাটকের শুটিং করেছেন তিনি সম্প্রতি।
এছাড়া সরদার রোকনের ‘যে বিকেল বিষন্ন’ ও বিশ^জিৎ দত্তের ‘এম টু এম মৌচাক টু মালয়েশিয়া’ শিরোনামের একটি নাটকের শুটিং করেন তিনি। এই সময়ে শুটিং কতটা নিরাপদ বলে মনে করছেন? এই প্রশ্নের উত্তরে তিশা বলেন, শুটিং স্পটে একটা আতঙ্ক সব সময় কাজ করে। তবু এরমধ্যে কাজ করতে হচ্ছে। নিজেরাই মেকআপ নিচ্ছি। লোকজনও কম থাকছে। এছাড়া ইনডোরভিত্তিক শুটিং করছি। তবে খুব কম কাজ করবো বলে ঠিক করেছি।