Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস রাজবাড়ী

করোনায় আক্রান্ত কালুখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফজলুল হক

শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডটকম:

রাজবাড়ীর কালুখালীতে কালুখালী প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক যায়যায়দিন , নিউসান টয়েন্টিফোর ডট কম এর সম্পাদক সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 রাজবাড়ীতে চিকিৎসক,প্রশাসনিক কর্মকর্তা, ওসি,পুলিশ সদস্যসহ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ  করোনায় আক্রান্ত হলেও গত ১৪ জুন পর্যন্ত কোন গণমাধ্যামকর্মী এ রোগে আক্রান্ত হয়নি।

গতকাল ১৬ জুন মঙ্গলবার রাজবাড়ীর সিভিল সার্জন নিউসান টয়েন্টিফোর ডট কম কে জানান, জেলাতে ১০জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ১০জনসহ  রাজবাড়ীতে মোট ১৩২ জন আক্রান্তের মধ্যে এই প্রথম ১জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খোন্দকার মুহাম্মদ আবু জালাল  জানান গত ১১ জুন সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক কালুখালী হাসপাতালে নমুনা প্রদান করলে তার রির্পোট গতকাল ১৬ জুন পজেটিফ আসে।

 করোনায় আক্রান্ত মুহাম্মদ ফজলুল হক  জানান, আমি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে সুস্থ আছি । আমার শরীরে তেমন কোন সমস্যা দেখা দিচ্ছে না। এমনকি আমার শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গই নেই। আমি স্বাভাবিক চলাফেলা করতে পারছি, কোন জ্বর বা গলা ব্যথাও নেই। যেহেতু আমার শরীরে করোনা পজেটিভ এসেছে সেহেতেু করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে   মুক্তি চায়। সেই সাথে তার প্রিয় জেলার সকল মানুষ আত্বীয়-স্বজন সুভাকাঙ্খি ও সহকর্মী সাংবাদিকসহ সকলের কাছে দোয়া কামনা করেন।

 

বর্তমানে সে নিজ বাসাতেই ডাক্তারের পরামর্শ মতো  আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!