Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

দেশে একদিনে মৃত্যু ৩৭, আক্রান্ত রেকর্ড ৩১৯০

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ৩ হাজার ১৯০ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।

আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। চব্বিশ ঘণ্টায় ৫৬৩ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৯ জন।

দেশে এর আগে একদিনে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছিল ৯ জুন, ৩ হাজার ১৭১ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থহার হার ২১.২৪ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সবশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ, চারজন মহিলা। এর মধ্যে ঢাকা বিভাগেরই ২৫ জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের একজন, সিলেট বিভাগের একজন, বরিশাল বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

২৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, ১২ জনের মৃত্যু হয়েছে বাড়িতে। বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১-৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।

বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৩৮ জনকে, ছাড় পেয়েছেন ১৮৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ হাজার ৮ হাজার ২৪৩ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩১৫৬ জনকে; ছাড় পেয়েছেন ২ হাজার ৮৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৭ হাজার ৭১১ জন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!