অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। একদিনেই আক্রান্ত হচ্ছে লাখও মানুষ। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ পার হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৭০ লাখ ১৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮৫৮ জন মানুষ।
আক্রান্তের তালিকায় দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র, দেশটিতে মোট আক্রান্ত ১৯ লাখ ৪২ হাজারের বেশি। পরের স্থানেই রয়েছে ব্রাজিল, লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখের কাছাকাছি।
তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ৬৭ হাজার। এই তালিকায় চতুর্থস্থানে যুক্তরাজ্য, আক্রান্ত ২ লাখ ৮৭ হাজার।
স্পেনকে টপকে আক্রান্তের সংখ্যায় পঞ্চমস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।
এদিকে মৃতের তালিকায়ও শীর্ষেও যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৫১৪ জন। এর পরেই রয়েছে যুক্তরাজ্য, ৪০ হাজার ৬২৫ জন। তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৬ হাজার; ব্রাজিলের উত্থানে চতুর্থস্থানে নেমে গেছে ইতালি, ৩৩ হাজার ৮৯৯ জন। পঞ্চমস্থানে আছে ফ্রান্স, ২৯ হাজার ১৫৮ মৃত্যু নিয়ে।
করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। এরই মধ্যে সুস্থের সংখ্যা ৩১ লাখ ছাড়িয়ে গেছে। এদিক দিয়েও এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সুস্থ হয়েছে ৫ লাখের বেশি মানুষ।