রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডটকম:
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ৫০% হারে নির্ধারিত ব্র্যান্ডের অনুকূলে ১০ লাখ টাকার সরকারী উন্নয়ন সহায়তায় ধান, গম কাটা, মাড়াই ও ঝাড়াই কাজে ব্যবহারিত কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।
উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোঃ গফুর শেখের পুত্র মোঃ দেলোয়ার হোসেন কে প্রদান করা হয়েছে।
২০১৯-২০২০ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় কালুখালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এ মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, উপজেলা কৃষি অফিসার মো. মাছিদুর রহমান, আলীম স্প্রিট অব ইনোভেশন এর রংপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ হারুণ অর রশিদ, ফরিদপুর শাখার টেরিটরি অফিসার মোঃ এনামূল হক, সহকারী কৃষি অফিসার সুজিত কুমার নন্দী ও উপ-সহকারী কৃষি অফিসার বদিউজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষি শ্রমিক সংকট ও কৃষিকাজকে সহজ করার জন্য উক্ত মেশিনটির নির্ধারিত মূল্য ২২ লক্ষ ২৫ হাজার টাকা। যা বাংলাদেশ সরকারী ৫০% ভর্তূকি দিয়ে কৃষকের মাঝে প্রদান করেছেন।