নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
গতকাল সোমবার রাজবাড়ীর কালুখালীতে নিরাপদ দুরত্ব বজায় রেখে করোনা মোকাবেলায় নিরাপদ আমিষ/ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মৎস্য অধিদপ্তরের এনএটিপি -২ প্রকল্পের আওতায় ১৪ জন মৎস্যচাষীকে ৩৪০০ কেজি মাছের খাবার এবং ৭২০কেজি কার্প মাছের পোনা ও ১২৬০০ পিস মনোসেক্স তেলাপিয়া পোনা বিতরণ করা হয়েছে।
৮ জন জন সিআইজি চাষীদের মাঝে কার্প মিশ্রচাষ প্রদর্শনীর জন্য ১০ বস্তা করে মোট ৮০ বস্তা মাছের খাবার ও ৬০ কেজি করে মোট ৪৮০ কেজি রুই জাতীয় মাছের পোনা; ২ জন চাষীকে ৬৩০০ পিস করে ১২৬০০ পিস মনোসেক্স তেলাপিয়া ও ২০০ কেজি করে মোট ৪০০ কেজি তেলাপিয়া স্টার্টার -পাওডার খাবার,১ টি করে সাইনবোর্ড বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সুযোগ্য ও কর্মঠ জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), সহকারি কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম, সহকারি মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, ক্ষেত্রসহকারি এনএটিপি-২ হাসানুজ্জামান হিমু, এছাড়াও জনপ্রতিনিধি, লিফ, সাংবাদিক সহ অনেকে।