অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
কালুখালীতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শান্তি কল্যাণ সংস্থার পৃষ্ঠপোষকতায় দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
সৌজন্যে শান্তি সমাজ সেবা সংস্থা, শান্তি যুব উন্নয়ন সংস্থা, শান্তি মহিলা উন্নয়ন সংস্থা।
গত বৃহস্পতিবার সকাল ১০ টায় শান্তি কল্যাণ সংস্থার কার্যালয় থেকে এ ঈদ সামগ্রী বিতরণকালে সংস্থার সভাপতি মোঃ আব্দুস সাত্তার শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, বিশেষ অতিথি ইউপি সদস্য সঞ্জয় হালদার ও সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ খাদিজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।