অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
নারায়ণগঞ্জ থেকে পাবনায় ঈদ করতে যাওয়া এক দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৩ মে) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুরে এ ঘটনা ঘটেছে। পরে এলাকা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পাবনায় নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পাবনা সদর, ঈশ্বরদী, ফরিদপুর, ভাঙ্গুড়া একজন করে এবং সুজানগরে দুইজন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবারই বয়স ৩০ থেকে ৩৮ এর মধ্যে। এ নিয়ে করোনাভাইরাসে রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন ওই স্বামী-স্ত্রী। সন্দেহবশত তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার সেই নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় স্বামী-স্ত্রী দুইজনই করোনাভাইরাসে আক্রান্ত।
তিনি আরও বলেন, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক পাঠিয়ে করোনা শনাক্তকৃত বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছেন ইউনিয়নবাসী। আক্রান্ত দুজনই এলাকায় যাওয়ার পর হাট-বাজারসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে।