Newsun24

Most Popular Newsportal

বিনোদন

মা হতে চলেছেন শুভশ্রী

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

করোনার এই লকডাউনে নতুন খবর দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মা হতে চলেছেন তিনি। তারকা জুটি শুভশ্রী ও রাজ চক্রবর্তীর দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন শুভশ্রী নিজেই।

সোমবার শুভশ্রী তার টুইটারে লিখেছেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, হাত ধরার মতো আমরা আরও একজোড়া হাত পেতে চলেছি এবং ভালোবাসার জন্য আরও একটি হৃদয়। আমি সন্তানসম্ভবা!’

সেই সঙ্গে স্বামী ও চিত্রপরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন শুভশ্রী। সেই ছবিতেও ঘোষণা রয়েছে তাদের পরিবারে নতুন অতিথি আগমনের। আর সেটা ২০২০ সালেই ঘটতে যাচ্ছে।

এদিকে শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খুশির খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা ভরে উঠেছে।

উল্লেখ্য, গত ৫ মে সদ্য মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর মতোই বিবাহবার্ষিকীর দিন মাতৃত্বের সুসংবাদ জানালেন শুভশ্রীও। সোমবার, ১১ মে রাজ-শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!