অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
লাতিন আমেরিকায় করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া ব্রাজিলে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে লাফিয়ে। চব্বিশ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১৫ হাজার ছাড়ানো আক্রান্তের দিন পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেইশ। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পার না হতেই প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে ‘দ্বন্দ্বের জের’ ধরে সরে দাঁড়ালেন তিনি।
শুক্রবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনাভাইরাসের হালনাগাদ তথ্যে জানানো হয়, ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে ১৫ হাজার ৩০৫ জনের মধ্যে, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। তাতে লাতিন আমেরিকার বৃহত্তম দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ২২৩ জন।
চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে কভিড-১৯ এ মৃত্যু হয়েছে আরও ৮২৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৭ জনে। বৈশ্বিক আক্রান্ত-মৃত্যু উভয় তালিকাতেই ব্রাজিলের অবস্থান এখন ষষ্ঠ।
এদিকে আল-জাজিরা জানিয়েছে, দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনাভাইরাসের আক্রান্তের দিনই পদত্যাগের ঘোষণা দিয়েছেন টেইশ। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব উঠতির দিকে থাকায় সরকারের লকডাউন শিথিলের বিরুদ্ধে মত দেন টেইশ। সেই সঙ্গে করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগেও আপত্তি জানিয়েছিলেন তিনি। এসবের জন্য টেইশকে ‘ভিতু’ বলেও মন্তব্য করেছিলেন বলসোনারো।
প্রেসিডেন্টের সঙ্গে মতো বিরোধের জের ধরেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ব্রাজিল সরকারের একজন কর্মকর্তা। এই নিয়ে এক মাসের মধ্যে দেশটির দুজন স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব ছাড়লেন। গত ১৬ এপ্রিলে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মেনদেতা পদত্যাগ করলে দায়িত্বে নেন টেইশ।
পদত্যাগের ঘোষণা দিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে কাজ করার সুযোহ দেওয়া বলসোনারোকে ধন্যবাদ দেন টেইশ। জানান, যে কয়দিন দায়িত্ব পালন করেছেন তাতে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন। তবে কেন পদত্যাগ করছেন এ ব্যাপারে কোনো কারণ উল্লেখ করেননি তিনি।