Newsun24

Most Popular Newsportal

বিনোদন

ঢাকায় বিয়ে করলেন তরুণ-তরুণী, অনুষ্ঠানের টাকা দিয়ে দরিদ্রদের সহায়তা

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

বিয়ে করেছেন তরুণ-তরুণী। কিন্তু বিয়ের জন্য জমানো টাকা দিয়ে দরিদ্র পরিবারকে সহায়তা করলেন। পাত্র মাহসান স্বপ্ন পেশায় পুরোদস্তুর ইউটিউবার। কনে তৌহিদা অনয় একজন শখের মডেল। ৪ বছরের সম্পর্ক শেষে গত শুক্রবার প্রশাসনের অনুমতি নিয়ে দুজনেই পরিণয়ে আবদ্ধ হন।

বিয়ের এমন পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মাহসান  বলেন, বিয়ে করার পরিকল্পনা পূর্বেই ছিল। সেই অনুযায়ী আমরা টাকা পয়সা সঞ্চয় করেছিলাম। কিন্তু এখন মনে হলো সাদামাটা ভাবেও বিয়ে করা যায় আর সেই টাকা দিয়ে যদি মানুষের উপকার হয় খুব ভালো হয়। তাই বিয়ে করে ফেললাম। প্রথমে পরিবারের কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়। ঢাকাতেই বিয়ে সম্পন্ন হয়েছে।’

মাহসান বিয়ের কথা জানিয়ে বলেন, ‘পবিত্র রমজান মাসে শুক্রবারে সকাল ১০ টায় আমি এবং তৌহিদা অনয় বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছি। আমাদের বিয়ে করার প্ল্যান ছিল গত মাসের শেষে , কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা এতদিন সেই কাজটি সম্পন্ন করিনি। আমার মা বাবা নেই, আত্মী স্বজনেরা ভিডিও কলে বিয়েতে অংশ নিয়েছে।’

মাহসান বলেন, ‘আমাদের জন্যদোয়া করবেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে , প্রশাসনের অনুমতি সাপেক্ষে , ঝাকঝমক বর্জন করে অতি কম সংখ্যক মানুষ নিয়ে , মহান আল্লাহ তাআলার নামে বিয়ের কাজটি সম্পন্ন করেছি। এবং বিয়ের আগে ও পরে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং করব ইনশাল্লাহ।’

এই তরুণ ইউটিউবার জানান, সায়েদাবাদ, কমলাপুর আরামবাগ এলাকায় দরিদ্রদের মাঝে সহায়তা করেছেন। আগামীকাল বা পরশু কিছু এলাকায় ইফতার বিতরণ করবেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!