রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলার ১নং রতনদিয়া ইউনিয়নের বুধবার সকালে ১০২ জন মৎস্যজীবী জেলেদের মাঝে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়ছে।
মহামারী করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে কর্মহীন মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত এ চাউল বিতরণকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম, ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুর রশিদ, রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, ইউপি সচিব ইউনুচ হোসেন ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
পরে ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফার সাথে কথা হলে তিনি নিউসান টয়েন্টিফোর ডট কম কে বলেন, সারা বিশ্বের এই সংকটকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও নেতৃত্বে সারা দেশের নিম্নআয়ের মানুষের মাঝে ত্রান বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নের সকল মানুষের জন্য আমি বিভিন্ন দপ্তর থেকে বরাদ্দ নিয়ে এসে তাদের মাঝে বিতরণ করছি।
এ দূর্যোগ যতদিন থাকবে আমার এ কাজ অব্যাহত থাকবেন বলেও তিনি জানান।