নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
দেশে নতুন করে আরও ৪১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। মোট মৃত্যুর সংখ্যাও বেড়ে হলো ১২৭ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৬ লাখ ২৪ হাজার ৮৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ২৮৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৭ লাখ ২৩ হাজার ৬৯২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১২৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪১৮৬ জন।