নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলার কালুখালীতে পদ্মা নদীর কোল থেকে অজ্ঞাত মহিলা (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানাযায়, স্থানীয় কৃষকেরা বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ২নং কালিকাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন এর বাড়ীর অদূরে কালুখালী গ্রামের পদ্মা নদীর কোলে ইউনুস মন্ডলের ভুট্টা খেতে অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশের ওসি (তদন্ত) সহিদুল ইসলাম ও এসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট করে। পরে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায় লাশের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। তাদের ধারণা দূর থেকে হত্যা করে এখানে এনে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।