Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯০

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৯০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন।

বুধবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬টি। করোনা শনাক্ত হয়েছে ৩৯০ জনের। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন।

অধ্যাপক সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ করোনা রোগী। এ নিয়ে মৃতের সংখ্যা ১২০ জনে দাঁড়িয়েছে। মৃত ১০ জনের মধ্যে পুরুষ সাতজন আর নারী তিনজন। এদের সাতজন ঢাকার। নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচজন। এনিয়ে মোট ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অনেকে প্রশ্ন করেন সুস্থ হওয়া সংখ্যা কম কেন। এর কারণ হলো যারা আক্রান্ত হচ্ছেন তাদের সুস্থ হতে অনেক সময় লেগে যায়।

অধ্যাপক সুলতানা বলেন, অনেক সময় কেবল উপসর্গ এবং লক্ষণ নিয়ে তারা ১৪-১৫ দিন থাকেন। প্রায় মাসখানেক সময় লেগে যায় সুস্থ হতে। একজন রোগীকে আমরা তখনই সুস্থ বলবো যখন পরপর দুইটি পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!