Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস প্রবাসের-খবর রাজশাহী-বিভাগ সারাদেশ

করোনার মধ্যেই গোপনে আমেরিকা পাড়ি দিলেন ইউপি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর (প্রস্তাবিত নন্দীপুর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করোনা পরিস্থিতিতে দেশ ছেড়ে চলে গেলেন আমেরিকায়। দুর্যোগের মাঝে দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর, ২০১৯ তারিখ রহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান শাহ আল শফি আনসারী গত ১৩ এপ্রিল ‘গোপনে’ দেশ ছেড়ে আমেরিকা চলে যান। তবে, বিষয়টি এলাকায় জানাজানি হয় গত রবিবার।

রহনপুর ইউনিয়ন পরিষদ সচিব সজিব কুমার সাহা বলেন,  নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী বেশ কিছুদিন থেকেই এলাকায় অনুপস্থিত। গত ১৩ এপ্রিল তঁর সঙ্গে আমার সর্বশেষ ফোনে কথা হয়। তিনি জানিয়েছিলেন, সেদিন তিনি ঢাকায় অবস্থান করছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও চেয়ারম্যানের পারিবারিক সূত্রে নিশ্চিত হই তিনি আমেরিকায় অবস্থান করছেন।

এদিকে, শফি আনসারীর দেশ ত্যাগের পর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যান-২ মনিরুল ইসলামকে। এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইউনিয়ন পরিষদ সূত্র জানিয়েছে, বিধি অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ বাইরুল ইসলামের দায়িত্ব পাওয়ার কথা থাকলেও তাকে করা হয়নি। চেয়ারম্যান শফি আনসারী লিখিতভাবে মনিরুল ইসলামকে দায়িত্ব দিয়ে তার অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করেন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানার পর অফিসিয়ালি প্রতিবেদন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চেয়ারম্যান শাহ আল শফি আনসারী স্ত্রী ও দুই সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করতেন। নির্বাচনের আগে তিনি দেশে ফিরে আসলেও আমেরিকায় ছিলেন তার স্ত্রী ও সন্তান। দেশজুড়ে করোনা ছড়িয়ে পড়ায় তিনি স্ত্রী ও সন্তানদের কাছেই ফিরে গেলেন।

 

(দেশরুপান্তর)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!