কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কেপিসির অবস্থান কর্মসূচি পালন
কুষ্টিয়া প্রতিনিধি, নিউসান টয়েন্টিফোর ডট কম:
সাংবাদিক শাহীন রেজার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে জেলা পুলিশের সকল প্রকার সংবাদ বয়কট এবং জেলার চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ অনিয়মের সংবাদ তুলে ধরার আহবান জানান।
আজ বেলা ১১ টায় কেপিসি চত্বরে অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের নিকট সার্বিক বিষয় তুলে ধরা হয়।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা হাজী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি সাংবাদিক নেতা আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও কেপিসির সহ সভাপতি জামিল হাসান খান খোকন, কেপিসির সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা সোহেল রানা, যুগ্ম সাধারণ শেখ হাসান বেলাল, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, নির্বাহী সদস্য তৌফিক তপন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই কর্মসচিতে বক্তব্য রাখেন।