Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

দেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছে, নতুন আক্রান্ত ৪৯২

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন।

সোমবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে যা আগের চেয়ে ৫ শতাংশ বেশি। নতুন করে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও একশ’ ছাড়িয়ে গেছে।

অধ্যাপক নাসিমা সুলতান বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজন পুরুষ আর দুজন নারী। তাদের পাঁচজন ঢাকার, চারজন নারায়ণগঞ্জের আর একজন নরসিংদীর।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এ নিয়ে মোট ৮৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

সবাইকে যতদূর সম্ভব ঘরে থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, অন্যথায় আমরা এই আক্রান্ত এবং মৃত্যুর মিছিল থামাতে পারবো না।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!