Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

পাংশায় ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে ১৩৪ বস্তা চাউল উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান গোডাউন থেকে ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি পৌর শহরের চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমান শাহ’র ছেলে আব্দুর রাজ্জাক শাহ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্’র নেতৃত্বে অভিযান চালিয়ে বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গুদাম থেকে চাল ও পাটের বীজ উদ্ধার করা হয়।

আটক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঐ গুদামের মালিক যশাই ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান।

এঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ  বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গুদামে সরকারি চাল মজুত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ উদ্ধার করি। সেই সাথে আব্দুর রাজ্জাক নামের একজনকে আটক করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম  বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সরকারি বিধি মোতাবেক এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারি চাল কোন ব্যক্তিগত গুদামে রাখার বৈধতা নেই।

এ ব্যাপারে যশাই ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, করোনা ভাইরাসের পূর্বে যশাই ইউনিয়নের ভিরুমন্ডলের ঘাট হতে কামালের বাড়ির দিকে আড়াই কিলোমিটার রাস্তা মেরামতের জন্য ৪ টন কাবিখার চাউলের ডিও হয়। করোনাভাইরাস ও বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকার কারণে চালগুলো আমার গোডাউনে রাখা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!