Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস স্বাস্থ্য

দেশে ৫৪ চিকিৎসক ও ১০০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত: বিডিএফ

দেশে এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এছাড়া, চিকিৎসা সেবার সঙ্গে জড়িত প্রায় একশ মানুষ এতে সংক্রমিত হয়েছেন।

মঙ্গলবার চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এর চিফ অ্যাডমিনিস্ট্রেটর নিরুপম দাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য থেকে আক্রান্ত চিকিৎসাকর্মীদের এই সংখ্যাটি তারা পেয়েছেন।

কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকদের মধ্যে এখন দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০৯ জন। একদিনে আক্রান্ত এবং মৃত্যুর সর্বোচ্চ সংখ্যায় এটি নতুন রেকর্ড।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১০১২ জন। মঙ্গলবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

সূত্র: দা ডেইলি স্টার।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!