নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
মহামারী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় রাজবাড়ীর কালুখালীতে বিভিন্ন হাট-বাজার খোলা স্থানে স্থানান্তর করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম বার) এর পরামর্শক্রমে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম ও কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এর তত্ত¡াবধানে এ স্থানান্তর কার্যক্রম শুরু হয়।
আজ মঙ্গলবার থেকে কালুখালী রেলস্টেশন বাজার বসে কালুখালী রেলস্টেশন প্লাটফর্মে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচামাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা হয়। এ বাজার চলবে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত।
এছাড়াও রতনদিয়া (অরুণগঞ্জ) বাজার রতনদিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বসছে। এ বাজার চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। উপজেলার ৭টি ইউনিয়নের হাট-বাজারও আজ থেকে খোলা জায়গায় স্থানান্তরের জন্য হাট ও বাজার বণিক সমিতিকে নির্দেশ প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বিনা কারণে বাড়ীর বাহিরে না যেতে পরামর্শ প্রদান করছেন সাথে কয়েকদিনের কাঁচাবাজার একদিনে ক্রয় করার জন্য অনুরোধ করেন। পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত এ কার্যক্রম বলবৎ থাকবে বলে জানানো হয়।