নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কালুখালী শাখার পক্ষ থেকে ত্রান উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় রতনদিয়া বাজার থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হতদরিদ্রদের মাঝে এ ত্রানসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)।
এছাড়াও উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি রনজয় বসু, হিন্দু, বৌদ্ধ, উপজেলা খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক দাস, উপজেলা পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক জাদব দত্ত এছাড়াও বাবলু রাহা, দ্বিজেন পাল ও অমল বিশ^াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।