নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ীর কালুখালীতে থানা পুলিশের উদ্যোগে ৫২৮টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল সকাল ১১ টায় কালুখালী থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এর নেতৃত্বে কালুখালী থানার সকল অফিসার ফোর্সবৃন্দ নিজস্ব বেতন-রেশনের টাকা হতে এবং বন্ধু-আত্মীয় স্বজনদের সহায়তায় করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া ৫২৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের জন্য চাল, ডাল, আলু, তেল, সাবান, মাস্ক সহ খাদ্য সামগ্রীর প্যাকেট প্রস্তুত করেন।
এ সময় অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন “করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। প্রতিটি পরিবার ঘর বন্দি হয়ে পরেছে। এতে করে জন সাধারন উপার্জনহীন হয়ে পড়েছেন।
তাই মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় স্যারের অনুপ্রেরনায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় আমি ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাড়ানোর সিন্ধান্ত নেই।
পরবর্তীতে কালুখালী থানার অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ তাহাদের বেতন ও রেশন হতে এই উদ্যোগের পাশে দাড়ানো এবং আমার নিকট বন্ধু-আত্মীয় স্বজনরা ও এই উদ্যোগে সহায়তা করেন ।
জনসমাগম এড়াতে উক্ত খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে তালিকাভুক্ত অসহায় দুস্থ পরিবারের বাড়ী বাড়ী গিয়ে পৌছে দেওয়া হয়েছে।