নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকমঃ
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি/২০১৯-২০ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে ২৫০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ব্রি ধান-৪৮, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ১৫ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন ১৩৪গ্রাম পিঁয়াজবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সুজিত কুমার নন্দী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রামকৃষ্ণ সেন ও উপ-সহকারী কৃষি অফিসার বদিউজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।