নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
নভেল করোনা ভাইরাস রোধে সরকার কর্তৃক অঘোষিত লকডাউনে বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদের মধ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির আড়কান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমান আজাদ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
গতকাল তিনি মৃগী ইউনিয়নের আড়কান্দি, বানজানা, চাঁদমৃগী গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
এসময় মৃগী ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন জোয়াদ্দার, নাসিরুল ইসলাম জোয়াদ্দার, ইউপি সদস্য আনন্দ কুমার ও ইমদাদুল হক জোয়াদ্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের সাথে কথা হলে তিনি জানান, দেশের এই দূর্যোগকালীন সময়ে হতদরিদ্র মানুষের পাশে আমার ক্ষুদ্র প্রয়াস। আমাদের দেশের বিত্তবানদের উচিত এসময় নিজ নিজ অবস্থান থেকে দরিদ্রদের পাশে এসে দাড়ানো।