Newsun24

Most Popular Newsportal

রাজনীতি

এক বছর বেতন ভাতার টাকা দেবেন জাসদের দুই এমপি

জাসদের দুই সংসদ সদস্য তাদের আগামী তিন মাসের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির সমুদয় এবং পরবর্তী নয় মাস পর্যন্ত বেতন-ভাতা-সুযোগসুবিধাদির অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মঙ্গলবার জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংসদ সদস্য হিসাবে আগামী তিন মাসে প্রাপ্য তাদের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির সমুদয় এবং পরবর্তী নয় মাসের বেতন-ভাতা-সুযোগসুবিধাদির অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

জনাব হাসানুল হক ইনু এমপি ও শিরীন আখতার এমপি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করব সকল সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন এবং মাননীয় স্পিকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!