Newsun24

Most Popular Newsportal

আইন-আদালত রাজবাড়ী

বালিয়াকান্দিতে নির্দেশনা অমান্য করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ২ মোবাইল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম বালিয়াকান্দি বাজারের এসআর সুপার মার্কেটের মোবাইল ব্যবসায়ী সাইফুল ইসলাম ও নজরুল ইসলাম নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এ ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অনেক অনুরোধ করা হয়েছে। দেশের মানুষের স্বার্থেই এখন কঠোর অবস্থানে যেতে বাধ্য হচ্ছি। এ অভিযান চলমান থাকবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!