ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলামকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে হরিণাকুণ্ডু পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুসহ অন্যান্যরা অংশ নেয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, করোনার কারণে কর্মহীন হয়ে পরা মানুষের ত্রাণ দেওয়ার জন্য হরিণাকুণ্ডু পৌরসভার পক্ষ থেকে সাড়ে ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে পৌরসভায় যাচ্ছিল প্যানেল মেয়র খাইরুল ইসলাম।
এ সময় পৌর এলাকার সাইফুল ইসলাম টিপু মল্লিক ও কামাল মল্লিকসহ আরও কয়েক জন খাইরুলের ওপর হামলা চালিয়ে মারধর করে ও তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মানববন্ধন থেকে টাকা উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ ব্যাপারে সাইফুল ইসলাম টিপু মল্লিক বলেন, ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে খাইরুল ইসলাম আমাকে আজেবাজে কথা বলে। এই ঘটনার প্রতিবাদ করায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলা করেছে।
হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।