নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অঘোষিত লকডাউনে রাজবাড়ীর কালুখালীতে উপজেলার মৃগী ইউপির আত্ব সামাজিক স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান শিকজান দোয়েল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শিকজান বাজারে সমিতির অফিস থেকে এ চাউল বিতরণকালে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হামিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি)।
মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন সরদার, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, যুবলীগের অন্যতম সদস্য মোঃ সেলিম উর রেজা এছাড়াও শাহিনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।