Newsun24

Most Popular Newsportal

তথ্যপ্রযুক্তি

ওয়েবসাইটে করোনার আপডেট

নিজস্ব প্রতিবেদক ::

করোনার আপডেট পেতে করতে হচ্ছে অনেক কিছুই। কত সাইট ঘুরতে হচ্ছে অথবা গুগলে সার্চ দিয়ে আপডেট নিতে হচ্ছে। যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য করোনা আপডেট পাওয়া খুব সহজ। কারণ ওয়েবসাইটে করোনা আক্রান্তের লাইভ কাউন্টারে মিলবে আপডেট।

ওয়েবসাইটে করোনা আক্রান্তের লাইভ কাউন্টার নিয়ে কাজ কাজ করছের ওয়েব ডেভেলপার রাশেদুল হক রুমি। তিনি বলেন, ‘করোনার এই বিশেষ মূহুর্তে ঘরে বসে অনেকে পেতে চান দেশের করোনা বিষয়ে আপডেট। তাই খুব সহজেই যেন সবাই আপডেট পান সে কারণে এই প্লাগইন নিয়ে কাজ করেছি। অনেকেই টেকনিক্যাল সাইটে খুব বেশি দক্ষ না তাদের জন্য এটি খুবই সহজ একটি প্লাগইন।’

রাশেদুল হক রুমি ওয়েবসাইটে করোনা আক্রান্তের লাইভ কাউন্টারে মিলবে আপডেট পাওয়ার কৌশল সম্পর্কে বলেন, ‘ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে করোনা ভাইরাসের লাইভ আপডেট পেতে করতে হবে প্লাগইন ইন্সটল। প্লাগইন ইন্সটল করতে ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাসবোর্ডে লগইন করতে হবে এরপর প্লাগইনের নিচে থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। এরপর ডান পাশে থাকা সার্চবক্সে টাইপ করতে হবে করোনা রেজাল্ট বাংলাদেশ এবং এন্টার চাপতে হবে। একটি সার্চ রেজাল্ট পাওয়া যাবে। এরপর ইন্সটলে ক্লিক করতে হবে। ইন্সটল হয়ে গেলে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। প্লাগইন ইন্সটল শেষ হলে এখন সাইড বার থেকে অ্যাপেয়ারেন্সের নিচে উইটগেটে ক্লিক করতে হবে। এবার আপনার পছন্দ মতো দুইটির মধ্যে যে কোনো একটি কাউন্টার পছন্দ করে আপনি ব্যবহার করতে পারবেন অথবা চাইলে শর্ট কোডের মাধ্যমেও দেখাতে পারেন। তবে ব্রাকেটের ভেতরে থাকা সব স্পেস রিমুভ করে দিতে হবে।’

এ ছাড়াও যে কোনো ওয়েবসাইটের জন্য রয়েছে আইফ্রেম কোড যা দিয়ে যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশনেই দেখানো যাবে করোনা আপডেট। এর পাশাপাশি রয়েছে সম্পূর্ণ এপিআই নির্দেশনা যা দিয়ে অন্য যে কোনো ডেভেলপারই তার মতো করে দেখাতে পারবেন করোনার আপডেট। প্লাগইনটি তৈরি সহযোগিতা করেছে হোস্টমাইট, হোস্টদোকান, জিওনবিডি, টেকমিক্স, সিনথিয়া সফট। বিস্তারিত জানতে যেতে হবে এই লিংকে :

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!