রাজবাড়ীর কালুখালীতে নভেল করোনা ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
সোমবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহলের অভিযান দেখা যায়।
যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১০ ইস্ট বেঙ্গল রাজবাড়ী জেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসনকে সহযোগীতা করার দায়িত্ব পালন করছেন।
টহল টিমের প্রধান ক্যাপ্টেন আসিব নেওয়াজ এর সাথে কথা হলে তিনি জানান, বিশ^ব্যাপাী কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সেই সাথে বাংলাদেশেও। সারা দেশে এ ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের আদেশে জেলা প্রশাসনকে সহযোগীতা করতে আমরা মাঠে রয়েছি। আপনারা সবাই বিনা কারণে বাড়ীর বাহিরে আসবেন না। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।