নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ১নং রতনদিয়া ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা এর উদ্যোগে জীবানুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে।
রবিবার সরজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদ ভবন, রতনদিয়া পশু হাট, রতনদিয়া (অরুনঞ্জ) বাজার, কালুখালী রেলস্টেশন, স্টেশন বাজার, রেলগেট, বিভিন্ন দোকানপাঠের সামনে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ স্প্রে করা হয়।
এ প্রসঙ্গে তার সাথে কথা হলে তিনি বলেন, সারা বিশ^ব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়া প্রতিরোধে এ কার্যক্রম হাতে নিয়েছি। পরবর্তীতে আমার ইউপির ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে স্প্রে করা হবে। আমার ইউনিয়নের সকল জনগণকে বাড়ীতে থাকার অনুরোধ করছি।
এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, ইউপি সচিব মোঃ ইউনুছ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, এছাড়াও যুবলীগ নেতা সুমন, ইউপি সদস্য সঞ্জয় কুমার হালদার, মাসুদ করিম, আঃ লতিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।