নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কমঃ
রাজবাড়ীর কালুখালীতে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল কিছু বন্ধ রেখে মানুষকে বাসায় অবস্থান করতে জানানো হয়েছে। আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার সারাদিন কালুখালী উপজেলা শহরের আশপাশ ঘুরে দেখা যায় পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে বাড়ী থেকে বের হতে নিষেধ করছেন।
এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে মাননীয় পুলিশ সুপার মহোদয় ও কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। মানুষ যাতে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না আসে সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়াও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার) এর অনুপ্রেরণায় রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় কালুখালী থানার সৌজন্যে এ উপজেলার বিভিন্ন জনবহুল যায়গায় হ্যান্ডওয়াশ কর্ণার স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম এর সাথে কথা হলে তিনি বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সারা দেশের ন্যায় কালুখালীতেও সরকারের নির্দেশনা অনুযায়ী চলবে। আগামী কয়েকদিন মানুষের নিরাপত্তায় বিনা কারণে ঘর থেকে বের না হবার পরামর্শ প্রদান করা হলো।