কালুখালীর সালেহা সামাদ হাসপাতালে হাত ধোঁয়া কর্ণার উদ্বোধন করলেন ওসি কামরুল হাসান
নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হাসপাতালে হাত ধোঁয়া কর্ণার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের প্রধান ফটকের পাশে এ হাত ধোঁয়া কর্ণার উদ্বোধন করেন কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান।
এসময় হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ এসএম আবু হুসাইন এছাড়াও ডাঃ রাহাত খান নাবিল, হাসপাতালের নার্স ও স্টাফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ বলেন, বিশ^ব্যাপাী এই করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে। পৃথিবীর সকল দেশের বিজ্ঞানীরা এর প্রতিষেধক তৈরীর জন্য কাজ করছে। তবে এখন পর্যন্ত নিয়মিত সাবান/হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোঁয়ায় ফলপ্রসু হচ্ছে। সর্বপরি তিনি বেসরকারী এই হাসপাতালের নিজ উদ্যোগে হাত ধোঁয়া কর্ণার স্থাপনের জন্য সাধুবাদ জানান।