Newsun24

Most Popular Newsportal

জাতীয়

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি

করোনাভাইরাসের প্রেক্ষাপটে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের জন্য সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

মন্ত্রিপরিষদ সচিব এ সময় ১০টি নির্দেশনা দেন।

তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর বৃহস্পতি ও শুক্রবার সাধারণ ছুটি থাকবে। এরপর রবি থেকে বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ৩ ও ৪ এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার স্বাভাবিক ছুটি থাকবে।

সচিব আরো বলেন, এ সময় গণপরিবহন বন্ধ থাকবে না। তবে সবাইকে সাবধানে চলাচল করতে হবে। সব ধরনের সামাজিক ও ধর্মীয় সমাগম নিষিদ্ধ করা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!