Newsun24

Most Popular Newsportal

ঢাকা-বিভাগ রাজবাড়ী স্বাস্থ্য

রাজবাড়ীতে বিদেশফেরত ২০ জন হোম কোয়ারেন্টাইনে

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও আটজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে সোমবার (১৬ মার্চ) দুপুর ২টা পর্যন্ত রাজবাড়ীর পাঁচ উপজেলার মোট ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন। এছাড়াও বিদেশফেরতদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে আতঙ্কিত না হয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার অনুরোধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এজন্য সদর হাসপাতালে পাঁচটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঁচটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদেশফেরতদের তথ্য সংগ্রহ করতে রাজবাড়ীর প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে। যার ধারাবাহিকতায় বিদেশফেরতদের শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। প্রতিদিন তথ্য আপডেট করে তাদের খোঁজখবর নেয়া হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত রাজবাড়ী সদরে দুইজন, বালিয়কান্দিতে ১২ জন, কালুখালীতে চারজন ও গোয়ালন্দে দুইজন হোম কোয়ারেন্টাইনে আছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, করোনা সন্দেহ হলে দ্রুত আইসোলেশন ইউনিটে ভর্তি হতে হবে। আইসোলেশনের জন্য জেলা সদরসহ প্রতিটি সরকারি হাসপাতালে পাঁচটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে করোনা রোগীদের সেবা ও চিকিৎসায় চিকিৎসকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।

এজন্য মন্ত্রণালয়ে রোগীদের সেবার জন্য সব ধরনের জিনিসপত্র চাওয়া হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত ২০ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিয়মিত জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের মাধ্যমে তাদের খোঁজখবর রাখা হচ্ছে। এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!