ইনজুরির কারণে গত বছরের শেষ সময় থেকে ব্রাজিল দলের বাইরে ছিলেন নেইমার। চোট কাটিয়ে পিএসজির জার্সিতে এখন নিয়মিত তিনি। এবার জাতীয় দলের জার্সিতেও দেখা যাবে তাকে।
নেইমারকে রেখেই শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করেছেন কোচ তিতে। তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর জায়গা হয়নি দলে।
ইনজুরির কারণে নেই লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। তার পরিবর্তে ২৭ মার্চ ও ৩১ মার্চ হতে যাওয়া ম্যাচ দুটিতে দেখা যাবে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসনকে।
কোপা আমেরিকার ফাইনালে লাল কার্ড দেখা গ্যাব্রিয়েল জেসুস বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। এরপরও তিতে তাকে দলে রেখেছেন।
কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো থেকে তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। মিডফিল্ডার এভারটন রিবেইরো, স্ট্রাইকার ব্রুনো হেনরিক ও গ্যাব্রিয়েল বারবোসাকে দলে ডেকেছেন তিতে।