রাজবাড়ীতে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ কেজি গাঁজাসহ বাসের যাত্রী দুই কলেজছাত্রকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার দুইজন হলো- বগুড়া জেলার ধুনট উপজেলার জিনজিরা এলাকার মিন্টু খোন্দকারের ছেলে রাসেল খোন্দকার (২৩) ও একই এলাকার হালিম শেখের ছেলে মো. হান্নান শেখ (২১)। তারা ধুনট ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ওমর শরীফ জানান, গোপনে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই ফেরদৌস ও নাজমুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় একটি লোকাল বাসে তল্লাশি করে দুইটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।