কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে সারাদেশের ন্যায় প্রথম জাতীয় বীমা দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০ টায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং বিভিন্ন বীমা প্রতিনিধি স্কুল প্রধানদের অংশ গ্রহনে উপজেলা চত্ত্বর থেকে বিশাল একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
র্যালি পরবর্তী উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুজিত কুমার নন্দির সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা ইন্সপেক্টর তদন্ত মোঃ শহিদুল ইসলাম, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ মমতাজ উদ্দীন শিকদার, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর রাজবাড়ী জেলা কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন খান,
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর কালুখালী মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ মুহাম্মদ ফজলুল হক, বিসি মোঃ আবুল হাসেম প্রমুখ বক্তব রাখেন এছাড়াও প্রধান শিক্ষক মোঃ মোখলেসুর রহমান, শাহজাহান আলী, মোহাম্মাদ আলী জিন্নাহ বিমা প্রতিনিধি ডালিয়া খাতুন, ফাতেমা পারভীন, মোঃ আঃ আজিজ ও আবদুল গফুর সহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।