নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে হত্যা মামলার আসামী সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি সাওরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। উপজেলার একই ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামের বৃদ্ধ মঙ্গল চন্দ্র হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালুখালী থানা সূত্রে জানাযায়, চলতি বছরের ১৮ ফেব্রæয়ারী গভীর রাতে দুর্বৃত্তরা মঙ্গল চন্দ্রের বাড়ীতে গিয়ে বেধরক পিটিয়ে জখম করে। এসময় তারা বাড়ীর অন্য সদস্যদের মারধর করে লুটপাট চালায়। গুরুত্বর আহত মঙ্গল চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হলে ৩মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে কুমারেশ চন্দ্র বাদী হয়ে শহিদুল ইসলাম আলী সহ ১৫ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেন মামলা নং-০৭ (০২) ২০২৪ খ্রিঃ ।
এ ব্যপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মঙ্গল চন্দ্র হত্যা মামলার আসামী সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী কে সোমবার গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।