রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান টিটো এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধান বক্তা হিসেবে রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল হাসান রুমা, সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এর রাজনৈতিক হাতকে শক্তিশালী করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। আগামীর বাংলাদেশ বিনির্মানে সকলকে একসাথে কাজ করে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেন, গোলাম রাব্বানী সাদাত, ইঞ্জিঃ কামাল আহম্মেদ উজ্জল, শিমুল মন্ডল, ডাক্তার ফারুক আহম্মেদ, লিটন মাহমুদ, ইকরামুল হক বিপ্লব, সুজন আহম্মেদ, সাবু সরদার ও সাইফুল ইসলাম ইসারত সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দিনব্যাপী রক্তদান কর্মসূচী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।