Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে মানববন্ধন করলো এলাকাবাসী

হামজা শেখ:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে মাদক সরবরাহকারী হান্নান, মান্নান, লাল ও রাশিদা বেগমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টবর) বিকাল ৫টায়  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর  ইউনিয়নের মানিকখাঁ মার্কেটে ১ নং ওয়ার্ড, বাহিরচর, মৃধাপাড়া ও মল্লিকপাড়ার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে গ্রামে মাদক সরবরাহকারী হান্নান, মান্নান, লাল ও রাশিদা বেগমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে ১নং ওয়ার্ড সদস্য আব্দুস শুকুর খাঁ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,  মোহাম্মদ আলমগীর শেখ, হাফেজ ইদ্রিস আলী, মোহাম্মদ নান্নু খাঁ, সুজন হাওলাদার, শফিক হাওলাদার, মোহাম্মদ আকবর আলী খাঁ, সোহেল খান, মোহাম্মদ বাবু খান  প্রমূখ। বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এই এলাকার একটিমাত্র পরিবার মাদক সরবরাহ এবং বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে ফেলছে।মাদকের কারণে অনেক সংসার ভেঙ্গে গেছে। স্কুল, কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে মানকের প্রতি আশক্ত হয়ে পড়ছে।

এভাবে চলতে থাকলে এলাকার পরিবেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। তাদেরকে অনেকবার সতর্ক করা সত্তেও সুধরায়নি। বরং তাদের কোন এক উর্ধতন কর্তৃপক্ষের লোকের দায় দিয়ে সকলকে হুমকি প্রদর্শন করে। সেই ভয়ে অনেকেই কথা বলতে সাহস করে না। সম্প্রতি ১১ অক্টোবর মাদক কেনাবেচার সময় হাতে নাতে ধরলে তারা এলাকার মাদক বিরোধি লোকজনের উপর ঝাপিয়ে পরে। সেখানে একটু সমস্যা সৃষ্টি হলে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

থানা থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় আজ এলাকাবাসী এদের বিরুদ্ধে মানববন্ধন করে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!