রাজবাড়ী জেলাধীন কালুখালীতে চোর সন্দেহে গনপিটুনিতে হত্যা মামলায় এক আসামী গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ।
গত ২০ সেপ্টেম্বর রাতে উপজেলার রতনিদয়া ইউনিয়নের মাধবপুর বাজারে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির অভিযোগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গেরাখোলা গ্রামের মৃত আহম্মদ মোল্লার পুত্র নাজমুল মোল্লা (৩২) কে গনপিটুনি দেয় স্থানীয়রা। পরদিন সকালে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। সেদিন রাতেই নিহতের স্ত্রী আন্না খাতুন বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা করে। মামলা নং- ১২, তাং- ২১/০৯/২০২৪ ইং।
এ ব্যাপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মহেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে মাধবপুর বাজার থেকে হরিণবাড়ীয়া গ্রামের মৃত আমজাদ দড়ির পুত্র মোঃ আব্দুস সালাম দড়ি (৫০) কে গ্রেফতার করে। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর তাকে রাজবাড়ী কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।