নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান এর সাথে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অফিসার ইনচার্জ এর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাাদক মেহেদী হাসান তোতা, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে সকলের উদ্দেশ্যে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। সকলের সহযোগীতায় কালুখালী থানা এলাকায় মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং সহ সকল অন্যায় কাজ থেকে বিরত রাখতে সকলে মিলেমিশে কাজ করতে হবে।