নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শফত গ্রহন এর পর রতনদিয়া ইউপি আওয়ামীলীর পক্ষে ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।
গত ২৭ জুন বিকালে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর অফিস কার্যালয় গিয়ে আলিউজ্জামান চৌধুরী টিটো ও ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান সুৃমন কে ফুলের তোরা দিয়ে সম্মান জানানো হয় এসময় ১নং রতনদিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাধারণ সম্পাদক নির্মল কুমার শাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম জিন্নাহ, ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, ইউসুফ হোসেন দিনু, মোঃ মাসুদ মন্ডল, সৈয়দ আহমেদ খোকন, আঃ রাজ্জাক সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮মে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং অনুষ্ঠিত হয় এবং গত ২৫ জুন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।