রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ কালুখালী উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকাল ৪ টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন, ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বীর মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ করিম মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ রাসেল আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল, কালিকাপুর ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।